লক্ষ্য ও উদ্দেশ্যঃ প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য যশোরের সর্বস্তরের মানুষকে প্রযুক্তির আওতায় আনতে, সাধারণ মানুষের দার প্রান্তে প্রযুক্তিকে পৌছে দেয়া।
আমরা জানি যশোরের ৬০% এরও বেশি মানুষ এখনও মূল প্রযুক্তিগত উন্নয়ন থেকে দূরে। এর সবথেকে বড় কারণ ভাষা। প্রযুক্তিকে আমরা যতক্ষণ না বাংলা ভাষায়
তাদের নিকট পৌছাতে পারব ততক্ষণ তারা ১০০% বুঝতে সক্ষম হবে না এটাই স্বাভাবিক। এ সমস্যা সমাধানে আমরা আমাদের সকল প্রকার সফটওয়্যার ও ১০০ টি প্রযুক্তি সেবা
১০০% বাংলা ভাষায় প্রস্তুত করেছি। ফলে কাস্টমারদের পক্ষে সেবার ভাল বা মন্দ দিক ও প্রয়োজনীয়তা অনুযায়ী প্যাকেজগুলো কতোটা সামঞ্জস্যপূর্ণ সেগুলো
খুব সহজেই বুঝতে পারা সম্ভব হয়।
আদর্শ ও চেতনাঃ আমাদের নিজস্ব প্রযুক্তি বিদেশে রপ্তানী করার পূর্বে আমাদের উচিত যার যার অবস্থান থেকে প্রথমে নিজের দেশ বা জেলাকে,
জেলার প্রতিটি থানা, থানার প্রতিটি ওয়ার্ডকে প্রযুক্তিতে স্বাবলম্বী করে গড়ে তোলা। এজন্য আমরা প্রথমে আমাদের জন্মভূমি যশোর থেকে যাত্রাটি শুরু করেছি।
বড় বড় কোম্পানী বা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা নিয়মিতভাবে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদেরও
প্রযুক্তির আওতায় আনার জন্য সরাসরি সাইট ভিজিট করে তাদের চলতি কার্যক্রম সমূহকে বোঝার চেষ্টা করি এবং
তাদের কার্য প্রক্রিয়াকেশতভাগ ঠিক রেখে কিভাবে প্রযুক্তির আওতায় আনা যায় তার জন্য ইউনিক কনসেপ্ট ডিজাইন করি।
একটি ওয়ার্ক ফ্লো চার্ট তৈরি করে তারপর
কাস্টমারের বাজেটের উপর ভিত্তি করে সর্বাপেক্ষা উপযোগী প্যাকেজগুলো তুলে ধরা হয়। ধীরে ধীরে আমাদের চেতনার সাথে
তারাও একাত্মতা ঘোষণা করে এবং পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধার জায়গা থেকে বহুমাত্রিক সফলতা অর্জনের জন্য সহায়তা করে থাকেন।
কর্পোরেট অফিসঃ
দীর্ঘ ৩ বছরের পথচলায় বর্তমানে আমাদের রয়েছে ১,২৪৮ স্কয়ার ফুটের (1,248 sqft) একটি সুবিশাল কর্পোরেট অফিস।
এখানে রয়েছে, ১ টি অফিস রুম, ১ টি টেকনোলজি ল্যাব, ১ কি কনফারেন্স ও মিটিং রুম, ১ টি মাল্টিমিডিয়া রুম, ১ টি লাইব্রেরি, ১ টি ট্রেনিং রুম ও ১ টি স্টাফ রুম।
সহযোগী প্রতিষ্ঠানঃ
উৎস আই.টি সল্যুশনস মূলত উৎস এডুকেশন গ্রুপ এর সর্বমোট ১১ টি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র
প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রযুক্তি বিষয়ক যাবতীয় কার্যক্রম এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।
প্রতিষ্ঠানের ধরণঃ এটি একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন সেবা বা পণ্যের সাথে
আমাদের কোন সম্পর্ক নেই।
বৈধতা ও লাইসেন্সঃ
উৎস আই.টি সল্যুশনস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড,
যশোর পৌরসভা ট্রেড অথোরাইজেশন সহ সকল প্রকার প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ স্বাপেক্ষে ০৩ মার্চ ২০১৭ থেকে
প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।
1. TIN Number: 328778417684.
2. Registration Date: 22 October, 2017.
3. License No.: 04316.
4. License ID.: 09-089-04316.
5. Ward No.: 09.
6. Circle/Road : Bokchor Road, Jashore.
7. License Issue Date : 28-09-.
8. Valid Till : 30 July 2020.
স্থায়ী চুক্তিবদ্ধ ক্লায়েন্ট
কমপ্লিট প্রোজেক্টস
১ মার্চ ১৭ - ৩১ আগস্ট ১৯
প্রযুক্তি পণ্য ও সেবা
৮৮-নীলগঞ্জ, দ্বিতীয় তলা, হুশতলা মোড়
খুলনা মেইন রোড সংলগ্ন, বকচর, যশোর।
ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন
সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত