নতুন ডোমেইন রেজিষ্ট্রেশনের ধাপসমূহ


সুপ্রিয় গ্রাহক লক্ষ্য করুনঃ নিম্নে বর্ণিত পুরো প্রক্রিয়াটি বুঝতে না পারলে বা আপনি এই প্রথম ডোমেইন রেজিষ্ট্রেশন করছেন এমন হলে সরাসরি অফিসে এসে বা ফোনে [01737-513858] আমাদের সহায়তা নিন। আমরা সর্বদা আপনাকে তথ্য প্রদান ও সহায়তা করার ক্ষেত্রে নিবেদিত আছি।
প্রথম ধাপঃ নিচের তালিকা থেকে আপনার পছন্দের ও প্রয়োজনীয় ডোমেইন টির নিবন্ধন ও বাৎসরিক রিনিউ খরচ সম্পর্কে জেনে নিন।
দ্বিতীয় ধাপঃ সাইন আপ বাটনে ক্লিক করে আপনার সঠিক তথ্য বিবরণী প্রদান করে একটি এ্যাকাউন্ট করুন।
তৃতীয় ধাপঃ যদি পূর্বে একাউন্ট থেকে থাকে তাহলে "নিবন্ধন করুন" লিংকে ক্লিক করে আপনার পছন্দের ডোমেইন নেমটি খুঁজে বের করে তা কার্টে যোগ করুন এবং চেক আউট অপশনে যান।
চতুর্থ ধাপঃ আপনার প্রয়োজনীয় পেমেন্ট সম্পন্ন করুন এবং পেমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে সেবাটি সক্রিয় হয়ে যাবে।
কিভাবে পেমেন্ট করবেন বা আমাদের সকল অনলাইন ও অফলাইন পেমেন্ট গ্রহণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৭৭+

স্থায়ী চুক্তিবদ্ধ ক্লায়েন্ট

২৩৭+

নিবন্ধিত ডোমেইন
১ মার্চ ১৭ - ৩১ আগস্ট ১৯

১০০০+

সাপোর্টেড টপ লেভেল ডোমেইন

আমাদের জনপ্রিয় ও বেস্ট সেলার ডোমেইন সমূহ



ডোমেইন
ধরণ
১ম বছর
রিনিউ
উদাহরণ
.com
বাণিজ্যিক প্রতিষ্ঠান
৳ ৯৯৯
৳ ৯৯৯
www.domain.com
.info
তথ্য ভিত্তিক প্রতিষ্ঠান
৳ ৯৯৯
৳ ৯৯৯
www.domain.info
.org
অলাভজনক প্রতিষ্ঠান
৳ ১,০৯৯৯
৳ ১,০৯৯
www.domain.org
.net
নেটওয়ার্ক সার্ভিস
৳ ১,১৯৯
৳ ১,১৯৯
www.domain.net

এছাড়াও আমাদের ১০০০+ ক্যাটেগরির প্রতিষ্ঠানসমূহের জন্য ভিন্ন ভিন্ন ডোমেইন নেম নিবন্ধন সুবিধা আছে।
অন্যান্য ডোমেইন সমূহের বর্তমান মূল্যতালিকা দেখতে এখানে ক্লিক করুন।


কর্পোরেট অফিস


৮৮-নীলগঞ্জ, দ্বিতীয় তলা, হুশতলা মোড়
খুলনা মেইন রোড সংলগ্ন, বকচর, যশোর।

গুগল ম্যাপে দেখুন

অফিস খোলা থাকে


ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন
সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত

কাস্টমার কেয়ার লাইন


support@utshoit.com
01737-513858 অথবা, 01937-513858

সাপোর্ট টিকেট তৈরি করুন