ক. সচেতন হোনঃ দেশের আই.টি. সেক্টরে বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি প্রসঙ্গ হল ওয়েব ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট।
চাহিদা যেহেতু অনেক তাই সহজে আয় করার একটি মাধ্যম হিসাবে সবার চোখ এই দিকে। কিন্তু ৩ মাস বা ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করে
ওয়েব ডেভেলপার হিসাবে আত্মপ্রকাশ করাটা খারাপ নয়। তবে অপ্রিয় সত্যিটা হল মার্কেটপ্লেসগুলো আজ নষ্ট করছে তারাই। হোক সেবা ফ্রিল্যান্সিং
সেক্টর বা দেশীয় বাজার। কয়েক প্রকার থিম বা লেআউট আগে থেকেই তৈরি করে রেখে ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী উপকরণ বা
তথ্যদি পরিবর্তন করে যে নিম্নমানের ওয়েব সাইট তৈরি হয় তা পরবর্তীতে ওয়েব র্যাংকিংয়ে আনা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা অত্যন্ত জটিল হয়ে পড়ে।
খ. ফ্রি সেবা সমূহঃ ওয়েব সাইট তৈরি করাই শুধু নয়। এরপর শুরু হয় পরবর্তী প্রক্রিয়া। সাইটে ট্রাফিক আনা, সার্চ ইঞ্জিন সমূহে
আপনার সাইটের অবস্থান তৈরি করা, সাইট বা সার্ভার মনিটরিং করা, ডাটা ব্যাকআপ বা ডেটাবেজ ম্যানেজমেন্ট করা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা,
একটি ওয়েব সাইটের ভিজিটরদের কিভাবে কাস্টমার হিসাবে রূপান্তর করা যায় সেগুলো সম্পর্কে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি সকল সেবা আপনি পাচ্ছেন আমাদের কাছে।
আর আমাদের থেকে নেয়া সকল ওয়েব প্যাকেজ গুলোতে উপরোক্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
গ. সিদ্ধান্ত নিনঃ
যেহেতু আমাদের প্রোফেশনাল আই.টি. স্পেশালিস্ট বা ইঞ্জিনিয়ারদের টিম দ্বারা গঠিত আই.টি ডিপার্টমেন্ট এর মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত সকল প্রকার সেবা
প্রদান করে থাকি এবং আমাদের অফিস সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিনই (সকাল ১০ টা - রাত ১০ টা) খোলা থাকে, সুতরাং সিদ্ধান্তটা নিতে হবে আপনার। উপরোক্ত সকল বিষয় বিবেচনায় নিম্নোক্ত প্যাকেজগুলো
থেকে আপনার প্রয়োজনীয় প্যাকেজটি গ্রহণ করুন।
বা শিক্ষা প্রতিষ্ঠান |
||||||
৮৮-নীলগঞ্জ, দ্বিতীয় তলা, হুশতলা মোড়
খুলনা মেইন রোড সংলগ্ন, বকচর, যশোর।
ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন
সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত