ক. SEO বলতে যা বোঝায়ঃ SEO - Search Engine Optimization
হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google
বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO.
অনলাইনে এভাবে ফ্রিতে মার্কেটিং করার মাধ্যমে ফ্রীতেই বিপুল পরিমাণ সেলস নিয়ে আসা সম্ভব। একবার এককালীন কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে
SEO করা হলে বারবার সেটা আর পরবর্তীতে কখনও করার প্রয়োজন হয় না।
খ. SEO কেন এতটা গুরুত্বপূর্ণঃ ইন্টারনেটের সহজলভ্যতার এ যুগে যে কোন কন্টেন্ট যেমন- অডিও, ভিডিও, ওয়েব সাইট, তথ্য, সেবা বা পণ্য
সবকিছুই এখন মানুষ হাতের মুঠোয় থাকা স্মার্ট ডিভাইসের ম্যধ্যমে পেতে চাইছে। এক্ষেত্রে ১০% ভিজিটরটা সরাসরি তার মুখস্থ থাকা ওয়েব লিংকে প্রবেশ করে থাকেন। আর বাকি
৯০% ক্ষেত্রে সার্চ ইঞ্জিনের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া অনলাইনে পণ্য বা সেবা কেনাকাটা করা সকল কাস্টমারই
অনেক সতর্কতার সাথে লেনদেন করার জন্য বিশ্বস্ত ওয়েব প্রতিষ্ঠান খোঁজেন। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কমার্স সিস্টেমটি এখনও ৫% মানুষের কাছেও জনপ্রিয়তা
পায়নি এবং এর কারণ ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা চটকদার বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান সমূহ। যারা ডিজিটাল মার্কেটপ্লেসটিকে নষ্ট করছে। তাই কাস্টমারগণ এখন
অনলাইনে কেনাকাটা করার জন্য গুগল র্যাংকিং বা এমন জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিনে সাইটটির অবস্থানকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। কখনও বা অনেক ভাল প্রতিষ্ঠানের
ওয়েব সাইটও সঠিকভাবে SEO করার ব্যর্থতার জন্য প্রচুর পরিমাণ ট্রাফিক তথ্যা র্যাংকিং হারাচ্ছে।
গ. আমাদের সেবা সম্পর্কেঃ
আমরা আমাদের দক্ষ আই.টি. স্পেশালিস্ট দের টিম দ্বারা আপনার যে কোন ধরণের ওয়েব সাইট বা ওয়েব কন্টেন্টসমূহকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সাধারণ ভিজিটরদের সম্মুখে
অত্যন্ত সহজভাবে প্রকাশ করে থাকি। যাতে করে আপনার ভিজিটররা ওয়েব সাইটে না ঢুকেও আপনার সেবা বা পণ্যগুলো সম্পর্কে এক নজরে সম্পূর্ণ ধারণা পেতে পারে। যাতে করে
তারা সাইটটি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং সাইট বা কন্টেন্ট ভিজিটের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সেবা বা পণ্যটি আপনার নিকট থেকে গ্রহণ করতে পারেন।
ঘ. বিশেষ সর্তর্কতাঃ
আমাদের সেবা নেওয়ার পূর্বে আপনাকে মনে রাখতে হবে যে, আমরা আপনাকে কাস্টমার দেই না। আমরা আপনার জন্য সম্ভব্য কাস্টমার ভিজিটররূপে তৈরি করি।
সেই ভিজিটরদের কাস্টমারে রূপান্তরিত করার হার আপনার সেবা বা পণ্যসমূহের মান বা বিবরণের উপর বা আপনার মার্কেটিং পলিসি বা বিক্রয়োত্তর সেবার উপর নির্ভর করে।
অবশ্যই নিচের প্যাকেজগুলো থেকে আপনার প্রয়োজনীয় প্যাকেজটি অর্ডার করার পূর্বে আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং আপনার প্রয়োজনীয়তা আমরা
পূরণ করতে পারব কিনা তা জেনে নিন। এজন্য সরাসরি বা ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
৮৮-নীলগঞ্জ, দ্বিতীয় তলা, হুশতলা মোড়
খুলনা মেইন রোড সংলগ্ন, বকচর, যশোর।
ছুটির দিন সহ সপ্তাহে ৭ দিন
সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত